![]() |
পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা |
পৃথিবীতে আশ্চর্য জনক জায়গায় অগুনিত। পৃথিবীর।
সৌন্দর্যের টানে মানুষের যেন ছুটে চলার অন্ত নেই। আর
এই ছুটে চলার পিছনে একটি কারণ তা হচ্ছে আত্মতুষ্টি।
আর আমার মনে হয় যরা ভ্রমণ প্রিয় তাদেরকে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা ও সুন্দর জিনিস কোনটি আমার মনে হয় তারা দ্বিধায় পড়ে যাবে।
কারণ তার সৌন্দর্য দেখার তৃষ্ণা আজো মেটে নাই।
আর এই তৃষ্ণা কখনো মেটানোর নয়।তাই আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর ৫টি জায়গা নিয়ে আজকের গল্প -
1.হলস্ট্যাট গ্ৰাম অস্ট্রিয়া (Hallstatt Village Austria)
রুপকথার গ্ৰাম নিসর্গ নয়নাভিরাম। কেউবা আবার বলেন বিশ্বের সুন্দরতম গ্ৰাম।কেউ বলেন, হিরামতের বাগন শহর। কেউ বলেন 'অস্ট্রিয়ার' মুক্ত। কেউ বলেন ছবি তোলার জন্য সবচেয় সুন্দর গ্ৰাম।
গ্ৰামটির নাম হ্যালস্টিক। শীতকালে চারদিকে বরফে ঢেকে যায় সাদা হয়ে যায়। হ্রদ, পাহাড়, নদী নালা, রাস্তা ঘাট সবকিছু বরফে সাদা হয়ে থাকে। নিজের চোখে দেখলে মনে হবে পৃথিবীর বাইরে অন্য কোন জগতে ঘুরতে এসেছি। গ্ৰীষ্মে বরফ গলে গলে শ্বাসরোধকরী পরিবেশ নিয়ে পুরো ইউরোপ জুড়ে সারা ফেলে ইউরোপ এর সবচেয়ে পুরোনো এই গ্ৰাম। বিশ্বের সবচেয়ে সুন্দর জনপদ এটি। যেখানে সময় থেকে গেছে অতিপ্রাকৃতিক সৌন্দর্য মোহনীয় হয়ে। পুরো বছর জুড়ে পর্যটক দিয়ে ভরা থাকে এই জায়গাটি।
উত্তর অস্ট্রিয়ার সালোসকামোগাট লেক জেলার পাহাড়ে লুকিয়ে আছে ছোট এই গ্ৰামটি। ৩৫০০ বছরের ঐতিহ্য নিয়ে বেঁচে আছে হ্যালিস্টিক গ্ৰাম। হ্রাদের পাড় ঘেঁষে আঁকাবাঁকা পথ হয়ে গেছে পাহাড়ের উপরে। পথের দুই পাশ দিয়ে সাজানো অনেক পুরোনো দিনের বাড়ি।
2. স্পটেড লেক কানাডা (Spotted Lake British Columbia Canada)
এই জায়গাটি কোন ফ্যান্টাসি কিংডম বা কল্পনার জগত নয়। তবে জায়গাটা আপনার কল্পনাকেও হার মানাতে পারে। ব্রিটিশ কলম্বিয়া যাওয়ার পথে আপনি প্লেন থেকে
আপনি এই নিদারুণ সৌন্দর্য দেখা পাবেন।
এই লেকের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা হচ্ছে পুরো লেক জুড়ে পানি বিভিন্ন আকার স্পট ধারণ করে আছে। তবে এই পানি পান করা যায় না কারণ এটা নোনা পানি। এই পানির মাছ গুলো বেশি লাফালাফি করে না। এখানে গেলে আপনি শুধু সৌন্দর্য উপভোগ করতে পারবেন কোন কিছু ধরতে পারবেন না। ধরলে এই পানি থেকে আপনার অনেক রোগ হতে পারে ।
3. বৈকাল হ্রদ (Lake Baikal)
আপনি যদি কাউকে প্রশ্ন করেন পৃথিবীর সবচেয়ে স্বাদু পানির হ্রদ কোনটি ? তাহলে মে কেউ আপনাকে উত্তর দিবে বৈকাল হ্রদ (Lake Baikal)
সায়বেরিয়ায় অবস্থিত বৈকাল হ্রদ কে যদি আপনি পৃথিবীর একটি জাদুকরী জায়গা বলে থাকেন তাহলে ভুল হবে না। প্রতিটি ূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূূঋতু তেই বৈকাল হ্রাদ একেবারে একেক ধরনের রূপ ধারণ করে।
প্রকৃতির এক আশ্চর্য বিম্ময় মৎস্য সম্পদ এ পরিপূর্ণ।এটি বিশ্বের সবচেয়ে পুরোনো হ্রদ যা ২ কোটি ৫০ লক্ষ বছর পুরোনো। ১৯৯৬ সালে ইউনেস্কো এটিকে বিশ্বের ঐতিহ্য বাহী স্থান হিসেবে ঘোষণা করে।এই জায়গাটির আসল মজা শীতকালে। শীতকালে পুরো হ্রদ বরফের ঢেকে যায়। এই জায়গায় সারা বছর পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়।
4. রিড ফ্লুট কেভস-চায়না (Reed Flute Cave China)
প্রায় ১৮০ মিলিয়ন বছরের পুরনো পাথরের এই জায়গাটি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অনেক জনপ্রিয় একটি জায়গা। এই গুহাটির দৈর্ঘ্য 280 মিটার।এই ঘরের মধ্যে কালি দিয়ে লেখা 70 টির ও বেশি শিলালিপি পাওয়া গেছে।
এটি চীনের গিলিতে অবস্থিত। এটি প্রাকৃতিক চুনা পাথর দিয়ে ঘেরা একটি গুহা। যা গিলিনেও সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি।এই অসাধারণ জায়গা আপনি আপনার পরিবার কিংবা প্রিয়জন এর সাথে ঘুরতে পছন্দ করবেন।
এই জায়গাটি যে আপনার কল্পনাকেও হার মানিয়েছে তা বোঝায় যায়।
5. ডার্ক হেডেজ- নর্দান আয়ারল্যান্ড (Dark Hadges Northern Ireland)
উপরের যে জায়গাটা দেখে আপনার চেনা চেনা মনে হয় হে সেই জায়গাটি 'গেম অফ থ্যানস' এর সিরিজ এ দেখানো হয়েছে। এটিকে বিশ্বের সুন্দরতম জায়গা ভাবা যেতেই পারে।
রাস্তার পাশে সারি সারি গাছগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনার মন ভালো হয়ে যাবে। দিনের বেলায় জায়গাটা আপনার ভালো লাগলেও রাতের বেলা আপনার কল্পনাটা পাল্টে যাবে । আপনি দৌড়ে পালানোর পথ খুঁজবেন। রাস্তটি আপনার জন্য অত্যন্ত ভয়ংকর হয়ে উঠবে। আপনার মনে হবে গাছপালা গুলো জীবন্ত হয়ে উঠেছে এবং আপনার কাছে আসতে চাইছে।
তো বন্ধুরা পোষ্ট টি আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন সবাই ভাল থাকবেন
Tags:
Facts